ডিয়ার ডায়েরি
ডিয়ার ডায়েরি
ষষ্ঠ দিন:
আজকে ষষ্ঠ দিন| নতুন করে বলার কিছু নেই|কেউ প্লিজ এই সময় বাইরে বেড়াতে যাবার ফটো পোস্ট করবেন না বা পাঠাবেন না|এমনিতেই আমার বাইরে যাওয়া হয় না আর যেকোন তো একেবারেই না |অদ্ভুত ব্যাপার লক্ষ করেছি এই কদিনে অনেকটা পরিষ্কার লাগছে পরিবেশ টা| ফ্লাট র ছাদ থেকে অনেক দূরের জিনিস ও দেখা যাচ্ছে পরিষ্কার|সূর্যোদয় র সূর্যাস্ত দুটোই খুব পরিষ্কার র সুন্দর লাগছে |একটা জায়গায় পড়লাম যে গ্এরিনল্যান্ড বরফ গলা হ্রাস পেয়েছে |শুনে ভালো লাগলো |গ্লোবাল ওয়ার্মিং কমে গেছে অনেকটা |