Bishal Biswas

Fantasy Inspirational Others

3  

Bishal Biswas

Fantasy Inspirational Others

বর্তমান সমাজ

বর্তমান সমাজ

1 min
239



           ও হে নারী

         তুমি বিশ্বমাত্রিকা

        আজ কোথায় তোমার কাপড়খানা, 

        সবই লোভ - লালসার ছাপাখানা। 

        আর কত দিন ধর্ষিত হবে বঙ্গ কন্যা, 

        এভাবেই সকলে দেখবে তামাশা 

        এ সব পুরুষ জাতির লজ্জা। 

       যখন ধরাতে এসেছিলো, 

       কী সুন্দর ছিল তার চাঁদবদনী মুখখানা

       পথে - ঘাটে, ঘরে সর্বত্র

       শুধু পুরুষ জাতির লালসা

        

          ও হে নারী 

       তুমি বিশ্ব মাত্রিকা   

      আজ কোথায় তোমার কাপড়খানা । 

      এটাতো নির্লজ্জ - বেহায়ার দুনিয়া

      যেথায় মা বোনের সম্মান নিয়ে

      অবিরাম চলছে লালসার ছাপাখানা। 

      কেউ তো কভু করে নাকো মানা

      যতই হোক নিজের আপন কেউ চেনা। 

         

      হে বিশ্ব বরণ্যে সংসার 

      কৃপাধন্য হে তোমার মানবতার, 

      আজ কোথায় বিচার , কোথায় আচার, 

      সময়ের সাথেই তো বাড়ছে

      বঙ্গ নারীর অত্যাচার। 

      নাইকো মূল্য তাদের , যতই থাক সৃষ্টাচার 

      বাড়ছে করুন অত্যাচার 

      কেমনে হবে ন্যায় বিচার? 

      কেমনে হবে সৃষ্টাচার? 

      সবাই তো নির্বাক চলচ্চিত্রকার,  

      কে ঘোচাবে এ আঁধার? 

      সে যে আজও নিরাকার।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy