বৃষ্টি হলেই
বৃষ্টি হলেই
আষাঢ়ের প্রথম দিনে ঝরঝর বাদল ধারা,
আমার বুকে উথালপাথাল ঢেউয়ের ওঠানামা।
বিষাদের স্মৃতি আজও ক্যানভাসে ধূসর ছবিতে,
মন হাতড়ায় অন্ধকারে কাণাগলিতে-
তবুও শহর ভিজে যায় নতুন প্রেমের আবেশে,
তবুও শহর জ্বরে কাবু হয় ভিজে রোম্যান্সে।
জল ছল ছল শরীরের সারা উঠোন জুড়ে,
চোখের পাতায় টুপটাপ ঝরে মনখারাপে।
অবসাদ ঘর বন্ধুর খোঁজে মেঘলা আকাশে
জানালার ফাঁকে জুঁই বেলীদের গন্ধ মাখে।
তবুও শহর কবিতা লেখে বৃষ্টি হলেই।
তবুও শহর অবাধ্য প্রেমিক বর্ষা এলেই।