STORYMIRROR

Shahinur Mustafiz

Action

3.5  

Shahinur Mustafiz

Action

বিনাশী গবাক্ষে

বিনাশী গবাক্ষে

1 min
182


চৌকিদার ঘুমিয়ে আছে,

আমি তার পাশে

জাগানোর চেষ্টা করিনি,একাই বসে বসে

দেখছি নিস্তব্ধতা;

অনুভব করার চেষ্টা করছি অভই-ব্যাপ্তি।

দিনরাত্রি তার সামনে দিয়েই যাই,

সে একই থাকে;

আমি উদগত হই,

সে কী মানুষ!

ডাক দেয়ার চেষ্টা করিনি

কারণ,মানুষকে নিজে থেকেই উঠতে হয়।

কাটারী,

অতিবাহনে হারিয়েছি কান্না।

প্রতিভূ হয়েছি

তারা তো না খেয়ে থাকতে পারেন না।

তাদেরও দিব।

তবে সেটা খুবই ভয়ংকর

বারদিগরের মতো সদা কুদ্ধ হয়।

উৎক্রোশের মতো সব,যারা বেপথুর ভয়ে

জেগে থাকো

এবার তোমাদের চিরতরে শুইয়ে দিতে

আসছি।



Rate this content
Log in