|| ভাঙনের পরেও ||
|| ভাঙনের পরেও ||
২১–এর সেই বসন্ত। শ্রী–এর সাথে শেষবারের মতো দেখা। পড়েছিল চোখে চোখ, কিন্তু হয়নি কোনো কথা। একটুখানি নীরবতা, তারপর তাঁর ফিরে যাওয়া। সেই ফিরে চলে যাবার সাথেই ভেঙে গিয়েছিল চার বছরের সম্পর্ক, সব চাওয়া-পাওয়া।
আজ, প্রায় 5টা বছর গেছে কেটে। এখন শ্রী নতুন জীবনে, হয়তো, পূর্ণের পূর্ণতায় পূর্ণতা পেয়ে, তাঁর ভাঙ্গা অতীতকে ভুলে, পেছনে ফেলে গিয়েছে এগিয়ে।
কিন্তু শ্রীযুক্ত?
এখনো সে থমকে, ২১–এর সেই বসন্তে। শ্রী এর কথা এখনো ভেবে, হৃদয় তার ওঠে কেঁপে! হ্যাঁ, সে শিখে ফেলেছে একা থাকতে, শুধু শেখেনি নিজেকে ভালো রাখতে।
এইভাবেই, বছর বদলেছে, ঋতু বদলেছে, মানুষের মুখ পাল্টেছে। কেবল, শ্রীযুক্তের ভেতরের আকাশ আজও জমাট মেঘে ঢেকে আছে । প্রেমের গল্পে সবাই মিলনের কথা শোনে, কিন্তু কেউ কি জানে “ভাঙনের পরেও” কেউ কেউ চিরকাল আটকে থাকে?—অচল, অবশ, কেবল স্মৃতির ভারে ডুবে!
— শ্রীযুক্ত পরিব্রাজক

