ভালোবাসি❤
ভালোবাসি❤


- কি হলো আজ এরকম হঠাৎ ফোন করে ডাকলি?
- কিছু বলার ছিল..
- কি?...তাড়াতাড়ি বল নয়তো তোর টিউশন চলে আসবে...
- হ্যা বলছি..
- কি হলো কিছু হয়েছে?
- না... সেরকম কিছু না
- তাহলে!!
- আসলে কিছু বুঝতে পারছিনা কি ভাবে শুরু করবো...
- কি যে বলি... বৃষ্টি ও আসবে মনে হচ্ছে ....
- শোনোনা আজ পড়তে যাবো না .....
- এমনিতেই পারবি না পড়তে যেতে বৃষ্টি শুরু হলো বলে।
*বৃষ্টি টা বেশ জোড়েই শুরু হয়েছে... দুজনে একটা বন্ধ চা এর দোকানের নীচে দাড়ালো
স্নিগ্ধা অনেকখোন ধরেই কিছু একটা বলতে চেও বলতে পারছে না... রাজুও চুপ করে রইলো।
রাজু আর স্নিগ্ধার social media এর মাধ্যমে আলাপ.... দুজনেই দুজনকে পছন্দ করতো কিন্তু কখনো বলে ওঠা হয়নি দুজনের কারোরই...
আজ স্নিগ্ধা, রাজু কে সব কথা বলবে বলে ঠিক করে।
- সিগারেট খাওয়ার নেশা টা তো ছাড়াই যায় তাই না!!!
- হ্যাঁ যায়.... তবে তুই আগে বল কেন ডেকেছিস??
- বলছিলাম....
- হুমম বল
- আমরা প্রায় দুই বছর ধরে একজন আরেকজন কে চিনি...
- হুম তা প্রায় হয়ে গেছে, কেন বলতো?
*স্নিগ্ধার চোখ জলে ভরে গেল....এবার রাজু কিছুটা আন্দাজ করতে পারে... রাজু স্নিগ্ধার দিকে হাত বাড়িয়ে দেয় আর স্নিগ্ধা রাজুকে জড়িয়ে ধরে।
- তুমি তো সবই জানো.... তাও না জানার অভিনয় করো.. ভালোবাসি আমি তোমায়
- আমার কাছে গাড়ি নেই...
- আমি হাতে হাত ধরে হাটতে ভালোবাসি 💕
- আমি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবোনা...
- আমি বাইরের খাওয়ার খেতে পছন্দ করিনা।
- আমি রোজ দেখা করতে পারবোনা..
- দিনে আধঘণ্টা ফোনে কথা বললেই অনেক
- আমি একটু তে রেগে যাই...
- দু দুটো বছর সামলাতে পারলে পরেও পারবো
- ভালোবাসি
একটা পুরোনো সম্পর্কের নতুন নামকরণ করা হলো