ভালোবাসার সেই রাত পর্ব 1💑💐
ভালোবাসার সেই রাত পর্ব 1💑💐
ব্রেস্ট কমাবে মানে? ফাজলামো পেয়েছো? তুমি জানো কি কি সমস্যা হতে পারে এতে?” মিত্রভানু চেঁচিয়েই বললো।
“সব জেনেবুঝেই ডিসিশনটা নিয়েছি আমি।” চিত্রিতা শান্ত গলায় কিছুটা কাঁপা হাতে কফিটা ঢালতে শুরু করলো কাপে।
মিত্রভানু নিজের কানটাকে বিশ্বাস করতে পারলো না যেন, সোফায় ধপ করে বসে পড়লো।
“তুমি বিয়ের বাইশ বছর পরে এমন একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নাও কি করে? তোমার অডাসিটি কি করে হয় নিজের হাসবেন্ডকে না জানিয়ে এব্যাপারে ডাক্তার দেখাও!”

