STORYMIRROR

Jenifa Imambhai

Romance Fantasy Others

3  

Jenifa Imambhai

Romance Fantasy Others

ভালোবাসা

ভালোবাসা

4 mins
184


ওই ইকরা উঠ আর কতো ঘুমাবি উঠ এবার ১০ টা বাজে তো,, বলে চেঁচিয়ে যাচ্ছে মা তবে আমার কোনো মত নেই উঠার, বিছানা থেকেই শুনলাম বেল টা বাজলো দরজা টা খুলে মা বললো ইকরা তর পার্সাল এসেছে


দৌড়ে গেলাম পার্সাল টা নিতে,, ঘরে এসে খুলে দেখলাম নীল রঙের শাড়ি সাথে এক জোড়া ঝুমকো ও নীল কাঁচের চুড়ি, আমাকে নাকি বেশ মানায় এই গুলো পরলে রাকিব বলতো,, কাল রাকিবের সাথে দেখা, 


এখন নিজের পরিচয় টা বলছি, আমি ইকরা বাবা মায়ের একমাত্র সন্তান আর রাকিব আমার ভালোবাসার মানুষটি আমাদের দেখা হয় ক্লাস এইটে, সবচেয়ে বড় শয়তান ছিল রাকিব কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, এক বছরে আমরা কি করে এতো ভালো বন্ধু হয়ে যাই আমরা নিজেও জানি না তবে আমি ওকে খুব ভালোবাসি কাল এই কথা টা বলবো


দুই বছর ধরে আমাদের দেখা হয়নি, তবে ও বলেছিল ও আসবে আমার সাথে দেখা করতে,, গত দুই বার ও আসলো না কাল হয়তো আসবে

রাকিব এর বাবার ট্রান্সফার হওয়াতে ও এবং ওর পরিবার ঢাকায় এসেছিলেন, আমরা যখন এইটে ফাইনাল পরীক্ষা দিবো রাকিবের বাবার ট্রান্সফার হয়ে যায় আবার,, তবে তারা ফাইনাল পরীক্ষার পর চলে যায় আর রাকিব বলেছিল সে ঠিক ১বছর পর আমার সাথে দেখা করতে আসবে আমাদের প্রিয় জায়গাটিতে কিন্তু ওর কথা অনুযায়ী গত বছর সারাদিন অপেক্ষা করলাম রাকিব আসলো না, কাল হয়তো আসবে আমি আবারও রাকিবের জন্য অপেক্ষা করবো,, যাই এবার আরেকটু ঘুমাই এই শাড়ি খুঁজতে খুঁজতে দুই দিন ধরে ঘুম নেই


****

ফোন এ এলার্ম বাজছে, সকাল ৮ টা বাজে, উঠে মুখ ধুয়ে রান্না ঘরে গেলাম, মা আমায় দেখে একটু অবাক হলো আমি পাত্তা না দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি আর নাশতা নিয়ে ঘরে চলে এলাম, নাশতা শেষ,


নীল শাড়িতে আমাকে আসোলেই বেশ মানায় তো, রাকিব দেখলে পুরো পাগল হয়ে যাবে,, পুরোপুরি রেদি হয়ে বেরিয়ে একটা রিকশা নিয়ে রওনা দিলাম,,,


পার্কে বসে রয়েছি, দেখতে দেখতে বিকেল হয়ে গেল কিন্তু রাকিব আসলো না, আর হয়তো আসবে না, আর ভালো লাগছে না বাসায় যাই, 


"এই যে মিস একটু হলে তো পরে যেতেন দেখে হাঁটতে পারেন না",, আমাকে এই কথা গুলো বলছে একটা ছেলে দোষ আমারই ছিল তবুও খুব রাগ হলো তাই বললাম পরে গেলে পরে যেতাম তাতে আপনার কি রাস্তায় মেয়ে দেখলেই সুযোগ খুজেন নাকি,, আমার কথা শেষ হতেই সে আমাকে মাটিতে ফেলে চলে গেল, উফফ ব্যাথা ও লাগলো ধুর কপালটাই খারাপ,,,,, বাসায় এসে গোসল করে খেয়ে আবার ঘুম দিলাম,,





চোখ খুলে ঘড়িতে দেখলাম রাত ২টা বাজে, একটা ফোন কল আসায় ঘুম এর ১২ টা বাজলো, কোন ভুত এই রাতে কল দিল কে জানে রিসিভ করার আগেই কেটে গেল, ওই ভুত টার দরকার হলে কল ব্যাক করবে আমার কি? মানুষটিকে কতো গুলো গালি দিতে দিতে রান্না ঘরে গেলাম, খুব খিদে পেয়েছে, ভাইয়া কে বলেছিলাম আইস-ক্রিম আনতে, তাই ফ্রিজে পেয়ে গেলাম, খেতে খেতে ভাবছি কাল কি হবে, কাল কলেজ এর ফার্স্ট ডে, ধুর পড়াশোনা আর ভালো লাগে না, খাওয়া শেষ করে এলার্ম লাগিয়ে ঘুমিয়ে গেল ইকরা,,


এবার আসুন আমি একটু পরিবার পরিচয় করিয়ে দি, ইকরা ও ইশান দুই ভাই বোন, ইশান বড় কাজেই ইকরা কে ও ইশান এর কলেজেই ভর্তি হতে হলো, কিন্তু ইকরা স্ট্রিক্টলি বলেছে কলেজে জেনো কেউ জানতে না পারে তারা ভাই বোন, শুধু ইকরা ও ইশানের বেষ্ট ফ্রেন্ড পার্থ ও পরি জানে , পার্থ এবং পরি আপন ভাই বোন,


***


(এখান থেকে যে লিখেছে অর্থাৎ আমার দৃষ্টিতে গল্প আগাবে) 


কেউ একজন পানি মারলো ইকরার উপর আর বলতে লাগলো

--" উঠ শয়তান এবার উঠ আর কতো ঘুমাবি, লেট হয়ে যাবো তোহ আমরা"

--" ধুর তোর কলেজ রাখ তুই, আমার এতো সুন্দর ঘুমটা নষ্ট করলি"

ইকরা রেডি হয়ে পরির সাথে কলেজের জন্য রওনা হলো


কলেজ ক্যাম্পাসে, 

ইশান এবং পার্থ গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে,, পরি চলে গেল তাদের কাছে আর ইকরা ক্লাসে যাচ্ছে,


কারো সাথে ধাক্কা খেল ইকরা

-- "আপনি কি কখনো দেখে চলতে পারেন না" কথা গুলো বললো সাদেক ।

--" আপনি পার্কের লোক টা না , আপনি যে শুধু সুযোগ খুজেন মেয়েদের গায়ে চরতে, আপনি দেখে হাঁটলে কি হতো? যত সব ঢং করেন" বলেই ক্লাসে চলে গেল ইকরা


সাদেক একটি দির্ঘ নিঃশ্বাস ফেলে বললো --" এই মেয়েটি পাগল করে ছাড়বে"


ক্লাসে 


সবগুলো ক্লাস জুড়ে সাদেক তাকিয়ে রইলো ইকরার দিকে, তার কাছে একটা মায়ার টান লাগলো মেয়েটির চেহারায়। বিষয় টা ইকরা লক্ষ্য করলো এবং তার বসার জায়গা বদলি করে নিল, ইকরা দূরে থাকতে চায় এই ছেলেটি থেকে।


একটা ডায়রি হাতে সাদেক গাছের নিচে বসা । কলেজ শেষেও সে ক্যাম্পাসে। ইকরা ও ক্যাম্পাসে, ইকরা ও পরি নিজেদের নতুন ক্যাম্পাসটি দেখছে । তাদের ভাইরা আগেই চলে গিয়েছে।

সাদেক কে বসে থাকতে দেখে ইকরা নিজেই পরিকে নিয়ে তার কাছে গেল। হটাৎ ইকরাকে দেখে সাদেক তাড়াহূরো করে ডায়রি টা বন্ধ করে ঘাবড়ে গিয়ে বলল

--" আ..পনি এখা..নে, আপনি এখনো এখানে কেন?"

--" এখানে মানে?" ভ্রু কুঁচকে বললো ইকরা

--" না মানে এখনো কলেজে তাই বললাম"

--" আচ্ছা ক্লাসে আপনি আমার দিকে তাকিয়ে ছিলেন কেন?" রাগি দৃষ্টিতে প্রশ্নটি করলো ইকরা


সাদেক জবাব না দিয়ে চলে গেল ক্যাম্পাস থেকে বের হয়ে।

সাদেক বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ইকরার কথা ভাবছে, ইকরার চেহারা তার চোখে ভাসছে, কিন্তু কেন এমন হচ্ছে সে জানে না। সে দুর্বল হয়ে পড়ছে ইকরার প্রতি তবে তাকে যে দুর্বল হলে চলবে না সে তো অন্য কাজে এখানে এসেছে, ইকরার কাছে এসেছে, ডায়রি পড়তে পড়তে ঘুমিয়ে পরলো সাদেক।


অন্যদিকে ইকরা, পরি, ইশান ও পার্থ পরিদের বাসায় বসে আড্ডা দিচ্ছে, বিফোর স্লিপ আড্ডা যাকে বলে। ইকরা ও পরিরা পাশাপাশি বাসায় থাকে।

ইকরা ও সাদেক এর কথা ভাবছে, সে ভাবছে কেন সাদেক ইকরাকে দেখে ঘাবড়ে গেল। কি আছে ওই ডায়রিতে জানতে হবে।

--"এই নাও সবাই আইস ক্রিম খাও" পরির মা এর কথা শুনে বাস্তবে ফিরল ইকরা

--"ইকরা একটা গান গা না অনেক দিন হলো তোর গান শুনি না" বললো পার্থ

--"ঠিক আছে ভাইয়া" 

বলেই if only গানটি ধরলো ইকরা


চলবে......



Rate this content
Log in

More bengali story from Jenifa Imambhai

Similar bengali story from Romance