অর্ধাঙ্গিনী
অর্ধাঙ্গিনী
#গল্পঃঅর্ধের_অর্ধাঙ্গিনী
#পার্টঃসূচনা_পর্ব
— ওই শুনেছিস তোর বর পালিয়ে গেছে।
কথাটা শুনেই সুতপার হাত থেকে ফোনটা পড়ে গেলো। সুতপা মেয়েটার দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে উঠলোঃ এবার আমার কি হবে, আমাকে কে বিয়ে করবে। আমি লগ্নভ্রস্টা হবো এটা হতে পারে না আমি এই অন্যায় মেনে নেবো না।
– ওই শান্ত হ,কি আর করবি বল।
সুতপা আরো জোরে জোরে কাদতে শুরু করলো।
মেয়েটা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে নীচে নেমে গেলো কাউকে ডাকতে।যদি সুতপা সুইসাইড করে ফেলে তখন কি হবে?
মেয়েটা বেড়িয়ে যেতেই সুতপা একবার এদিক- ওদিকে তাকিয়ে নাচতে চালু করলো।
সুতপাঃ এ্যা কি মজা বিয়ে হবে না। কি মজা।
____________
সুতপা বাবা-মায়ের বড়ো মেয়ে। অর্নাস থার্ড ইয়ার শেষ করে বিয়ের পিঁড়িতে বসেছিলো। দুইবোন আর বাবা-মা কে নিয়ে ওর পরিবার। সুতপা দেখতে সুন্দরী। সুতপার কারোর সাথে রিলেশন করেনা। তাই বিয়ে না করার কোনো কারন ছিলো না। কিন্তু ওহ এখন বিয়ে করতে চাইছিলো না তাই বর পালিয়েছে শুনে বেজায় খুশি।
_______________
ওদিকে…..
সুতপার মাঃ এবার আমার মেয়ের কি হবে?
অর্ধের মা্ঃ এই বিয়ে হবেই। আর আমার ছেলের সাথে হবে।
কথাটা শান্ত গলায় বলা হলেও চারিদিকটা শান্ত থাকলো না। বিয়ের বাড়ির বাড়ি ভর্তি লোকজন সকলেই হইচই করতে চালু করলো। কনে পক্ষের সকলেও অবাক।
অর্ধঃ মা,কি বলছো এসব তুমি?
মাঃ তোমার সাথে আমার কিছু কথা আছে চলো।
অর্ধেন্দুকে টেনে নিয়ে চলে গেলো ওর মা। সকলের মাঝেই চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। সবাই নিজেদের মতো ফিসফিস করছে।
[ চলবে .....
বিঃ দ্রঃ- গল্পতে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবারেও আপনাদের সার্পোট পাবো আশা করছি। গল্প ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
গল্পঃ অর্ধের_অর্ধাঙ্গিনী
