আমি আর তুই
আমি আর তুই


রিলেশনশিপ-বন্ডিং, প্রেম-ভালোবাসা, স্বামী-স্ত্রী, অমুক-তমুক অনেক হয়েছে। জাস্ট অনেক ....
এভাবে আর পারছি না বুঝলি 😒
এবার একটু অন্য কিছু করতে হবে, তার উপর এই ছাতার lockdown কবে যে পুরোপুরি যাবে .....
ব্যাস এখন ভ্যা ভ্যা করে আমার কানের মাথা খাস না শ্রী, বললাম তো নিয়ে যাবো এবার ...
আমারও আর ভালো লাগছে না এই WFH করে।
শোন, তাহলে একটা কাজ করি নিজেদের একটু হারিয়ে যেতে দি ....
What ? না মানে কি চাইছিস টা কি বলতে 😒
আরে শোনো না, না মানে বলছিলাম কি.....
তুই থেকেই তুমি 🤔
আব তো সমঝ গায়া ডাল মে কুছ কালা হে 🙁
যাই হোক কি বলছিলে বলো....
না মানে একটু ঘুরতে নিয়ে যাবি ?
খুব বেশি দূর নয় ...
কাছাকাছি কোথাও ...
উমমম দিঘা যাওয়া যায়।
সক্কাল সক্কাল,
না না ভোর ভোর ...,
ওই একটু অন্ধকার থাকতে বেরিয়ে পড়ব, আমি তুই আর আমাদের সারথি কে নিয়ে।
একটু হালকা এডভেঞ্চার ফিল হবে, যতই হোক সুন্দরী বউ কে নিয়ে এতটা যাবি একা একা 😜
এদিকে আমি ঘুমে ঢুলে পড়বো ব্যাস ঠিক তখনই.....
কিরে শুনছিস তো ? 😒
হ্যাঁ, ম্যাডাম শুনছি ....
হুম, শোন তারপর গিয়ে দিঘার জলে আমি আর তুই, মাঝে একটু রেস্ট দেব চাপ নিস না ....।
তারপর সেই হারিয়ে যাওয়া....
সমুদ্রের ওপার প্রান্তে যখন সূর্যাস্ত হবে, নির্জন কোনো তীরে বসে আমি তোর কাঁধে মাথা রাখবো, চুপ করে ঢেউয়ের যাওয়া আসার শব্ধ শুনবো আর আমাদের নিস্তব্ধতা.....
মাঝে মাঝে তোর দিকে তাকিয়ে থাকবো ফ্যাল ফ্যাল করে, প্লিজ এবার আর ডাকবি না আমায়, আমি সত্যি হারাতে চাই, ভীষণ ভাবে চাই আবার তোর প্রেমে পড়তে.....
কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানেনা বোধহয়, আমি একটু টের পেতেই উঠে দেখলাম ওর চোখে জল, কতই অমলিন মুখটা ওর চোখ ফেরাতে পারছিলাম না।
শ্রী, ওঠ এবার সাড়ে তিনটে বাজে।
রেডি হতে হবে নাহলে কিন্তু এডভেঞ্চার হবে না, আর তোর হারিয়ে যাওয়া.......
বলতে না বলতেই চোখ খুলে ড্যাব ড্যাব করে তাকিয়েই জাপটে ধরে বললো.... yaaaaaaiiiii তাহলে আমরা আজই যাচ্ছি,
ফাইনালি প্ল্যান টা কাজে দিলো, উফফ যাই এবার রেডি হয়ে আসি .....
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম শুধু .... একটাই কথা মনে মনে ভাবলাম , এ কোন পাগলের সাথে সংসার করছি 🙂