STORYMIRROR

রাফসান মোল্লা

Drama Romance Fantasy

2  

রাফসান মোল্লা

Drama Romance Fantasy

(আমার মনের পাখি তুমি আমার সাথে প্রেম করবা নাকি)

(আমার মনের পাখি তুমি আমার সাথে প্রেম করবা নাকি)

1 min
2

এই গ্রামে ছিল একটি পরিবার। সেই পরিবার ছিল অ্যাক্টিভ যৌথ পরিবার। সেখানে বসবাস করত তিন ভাই সাগর সাগরি শাকিল। তাদের বাপ হলো জলন্ত মা জলন্তি। জ্বলন্তের বোন আকিকা। আকিকার ছিল দুই মেয়ে সুমাইয়া সুরাইয়া। আকিকার জামাই এর নাম নসিব। জ্বলন্তীর ভাই শংকর। শংকরের ছেলে সেরাজ। অন্য এক গ্রামে বসবাস করত শাকিলা। শাকিলার বাপ জীবন্ত বাপের কোন ভাই বোন নেই এবং মা ও বেঁচে নেই। শাকিলার একটি বড় ভাই এর নাম কিং কোবরা। কিং কোবড়ার ছেলে সাত বছরের। তার নাম নিসাব। কিং কোবড়ার স্ত্রী সাথী। তাদের দুই পরিবারই ছিল গরীব। শাকিল এর গ্রামের নাম রাঙ্গাপুর। এবং শাকিলার গ্রামের নাম ভাঙ্গাপুর। আসলে রাঙা এবং ভাঙ্গা দুই ভাই। তাদের একটি সমস্যার কারণে তারা দুজন দুই গ্রামে বিভক্ত হয়ে গিয়েছিল। তাদের বাপ এখন আর বেঁচে নেই এবং মা ও বেঁচে নেই। রাঙ্গার ছেলে খনি। এবং ভাঙ্গার ছেলের নাম রনি সিং এবং রাঙ্গার মেয়ে মনি। খনির বর্তমানে ২১ বছরের এবং মনির বর্তমানে ১৮। শাকিল এর বর্তমানে বয়স ২১ এবং শাকিলার ১৮। শাকিল এবং ফনী দুজনে বর্তমানে পুলিশ এবং শাকিলা এবং মনি বর্তমানে ডাক্তার। তাহলে আজকে আমাদের গল্প শুরু হোক : 


Rate this content
Log in

More bengali story from রাফসান মোল্লা

Similar bengali story from Drama