Dona Sheet

Drama

1  

Dona Sheet

Drama

"আমার কথা আমার storymirror"

"আমার কথা আমার storymirror"

2 mins
1.1K


'আমি'-কি সুন্দর না শব্দটা ? যেমন অদ্ভুত তেমনি মায়াবী| আমি,আমি, আমি ,-কিছুক্ষন উচ্চারণ করলে কেমন যেন একটা ঘোর লাগে, যেন একটা নেশা, যেন আফিঙের নেশায় জেগে থাকা আমি , -সেই আমি |

সত্যিই কি সেই আমি! না কি আক্রান্ত, জর্জরিত ,ক্ষতবিক্ষত হয়ে যাওয়া একটি আমি !

রাতের পর রাট যখন জেগে থাকে ,রঙ্গিল আলোর জীবনটাও যখন সাদাকালোয় থাকে, হটাৎ করে নিঃশব্দে কেঁপে উঠি , আমি ! সেই আমি ! ঠান্ডা শরীরটায় যখন ছেঁকা লাগে, ওই আগুন গরম লোহার সলতেটা যখন গায়ে ছুঁয়ে যায়, -সব জন পুড়ে শেষ হয়ে যাচ্ছে ...রক্তমাংসের আমি-র আজ খালি কঙ্কালসার হাতটি জেগে উঠে বলছে, -আমি |

আচ্ছা, আমাকে মাপ কেন বলতো তোমরা ? তোমাদের মাপযন্ত্রে আমি যে বড্ড বেমানান | হ্যা ,ওই পুঁথিগত বিদ্যার দেওয়ালের মাঝখানে আমি নিজেকে বন্দি করে রাখতে পারিনি |আবার বিশ্বের দরবারে নিজেকে সুন্দরী বলেও প্রমান করতে পারি নি ,পারি নি মুখোশ মানুষ্ সাজতে আর ...আর পারি নি অন্যের মানবিকতা নিয়ে খেলতে | তা তোমরাতো পারো, তাই তোমার খুব ভালো !

তোমাদের প্রিয়া মানুষ্য-মুখগুলিকে দিনের পর দিন আমার সামনে দাঁড় করিয়ে কেন তুলনা করেছো? কেন আমাকে এক বারের জন্যেও বলোনি ,'তুমি তোমার মত করে ভালো'|

 তচ্ছিকতার রোলার চালিয়ে হতে বলেছো ,"ওর মতো ","ওদের মতো"| কেন ?কান্নার জলের নোনতা সাধে মাঝে মাঝে ঘোর লাগতো ,আমি কে ?সত্যিই কি 'সেই আমি '!

খুব ভাবতাম | ভেবে ভেবে শেষ হয়ে যেতাম ,জীবনের প্রতিটা মুহূর্ত কুরে কুরে খেত |চোখের সামনে দেখেছি ,তোমাদের কিছু প্রিয় মানুষ -মুখ কে আমার সামনে এনে বলেছো, "এই আজকালের ছেলেমেয়ে"|

পারোনি  | হ্যা ঠিক শুনলে, তোমার পারোনি | তোমাদের আক্রমণের কাঁটাতারে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়েছি বটে কিন্তু মরে যায়নি |প্রতিটি কাঁটাতারের আঘাত থেকে জন্ম নিয়েছে নতুন ভাবনার বীজ ,জন্ম নিয়েছে আর এক আমি সেই আমি  |তোমরা খুশি বলো ! জিতে গেছো না ? মুখোশ মানুষ দিয়া অল্প হলেও পরাজিত করেছো সুপ্ত হৃদয়কে|

তাও পরাজিত তোমরা | খুব অবাক হলেও তোমরা হেরে গেছো , আমার 'আমি'-র কাছে |


Rate this content
Log in

Similar bengali story from Drama