আমার এগিয়ে যাওয়া
আমার এগিয়ে যাওয়া
Dear Diary (প্রিয় ডায়েরি )
এই সময় হঠাৎ একুশ দিনের জন্য ঘরে আবদ্ধ হয়ে যাওয়াটা অপ্রত্যাশিত ছিল | তাই প্রথম দিন ঘরে বসে ভাবতে লাগলাম কি করা যায় | ভাবতে ভাবতেই চমৎকার কিছু পরিকল্পনা করে ফেললাম|
আচ্ছা ইন্টারনেটে তো আর করোনা ভাইরাস ধরে নি | তাহলে এটাকে কাজে লাগিয়েই নিজেকে দক্ষ করে ফেলি | তার আগে নিজের মত করে আমার বউকে ও দুই মেয়েকে সারাদিন উৎসর্গ করলাম | তারা তো খুব খুশি | আমার বউতো কানে কানে বলেই ফেলল, সারাবছর তোমাকে দেখাই যায় না |এবার প্রাণভরে তোমাকে দেখব | আমার দুই মেয়েতো সারাদিন আনন্দে আত্মহারা | এভাবেই প্রথম দিন পরিবারের সাথে আনন্দে কেটে গেল |