STORYMIRROR

Abhijit Debnath

Inspirational Others

4  

Abhijit Debnath

Inspirational Others

২৬ শে জানুয়ারি

২৬ শে জানুয়ারি

2 mins
412


২৬ শে জানুয়ারি আমাদের দেশে পালিত হয় প্রজাতন্ত্র বা সচেতন সাধারণতন্ত্র দিবস। এটি ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পালনীয় দিবস। আজ আমি তোমাদের এই দিনটির ইতিহাস জানাবো ।হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো। আমি মানুষের আদি জীবনযাত্রা ,তাদের বিবর্তন, আগুন আবিষ্কার, পাল বংশের রাজত্ব , কুতুব মিনার নির্মাণ ,মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতন ,পলাশীর যুদ্ধ, ব্রিটিশদের অত্যাচার ,সাধারণ মানুষের চোখের জল ও বিপ্লবীদের বলিদান এই সবে সাক্ষী ,ইতিহাস। স্বাধীনতা দিবসের মতন প্রজাতন্ত্র দিবস ও ভারতবর্ষে স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত। তাই ভারতীয় নাগরিক হিসেবে আমাদের এই পালনীয় দিবস সম্পর্কে অবহিত হওয়া উচিত বলেই আমি মনে করি।


১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত জয়ের উদ্দেশ্যে ধীরে ধীরে অগ্রসর হয় ,সাফল্য লাভ করে এবং ভারত বর্ষকে উপনিবেশ বানায় ।পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ কোম্পানির ক্ষমতার উপর নিয়ন্ত্রণ কায়েমের উদ্যোগ নেয়। এইভাবে প্রায় ১৯০ বছর ব্রিটিশদের অধীনে জীবন যাপন করতে হয় ভারতবাসীদের। ভারতে ব্রিটিশ আইন প্রচলিত ছিল ।যার ফলে ভারতীয়দের চাওয়া পাওয়ার কোন মূল্য ছিল না। ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেস একটি উল্লেখযোগ্য জাতীয়তাবাদী সংস্থা ।এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে জাতীয় নেতৃত্ববৃন্দ ভারতীয়দের নতুন সংবিধান রচনার দাবি করেন। কিন্তু ব্রিটিশরা তাদের খর্ব করে।

 

ভারতীয়রা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ১৯১৯ সাল থেকে ধীরে ধীরে নানা গণ আন্দোলনের উত্থান ঘটে । অহিংস অসহযোগ আন্দোলন ,আইন অমান্য আন্দোলন, আজাদ হিন্দ বাহিনীর আক্রমণ ,নৌ বিদ্রোহ ইত্যাদির ফলে ব্রিটিশ সাম্রাজ্যের ভীত নড়ে যায়।


এই কারণে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা ও নতুন সংবিধানের দাবি দূরে সরিয়ে রাখতে পারেনি। ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি সংবিধান সভা গঠিত হয় ।সংবিধান হলো সেই আইন সংকলন যে আইনের মাধ্যমে কোন রাষ্ট্র পরিচালিত হয়। ওই বছর জুলাই মাসে অর্থাৎ ১৯৪৬ খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয় ড: রাজেন্দ্র প্রসাদ এই পরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয় ।ভারতের সংবিধান রচনার জন্য খসড়া কমিটি গঠিত হয়। সেখানে বি. আর. আম্বেদকর সভাপতি হন। এবং তার সভাপতিত্বে সংবিধানের রচনার কাজ শুরু হয় ।এর পরের বছর ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ শে নভেম্বর সংবিধানের কাজ সম্পূর্ণ হয়। ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়। এই দিন থেকে ভারতবর্ষকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয় ।তাই ২৬শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণ তন্ত্র দিবস বলা হয়।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational