Shinjini Chakraborty

Inspirational

3.2  

Shinjini Chakraborty

Inspirational

২১

২১

1 min
364


 

শহুরে চালে বদলাচ্ছে আমার মফ:স্বল । পুরোনো কাঁচা গলি এখন সিমেন্টের পাকা রাস্তা । জনবসতি পরিণত হয়েছে কংক্রিটের জঙ্গলে । 

    এমনই এক মফ:স্বলের কোনো বড় বাড়ির ছোট্ট এক কোনায় দ্বিতী আজকে তৈরী হচ্ছে তার ২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের জন্য । 'মোদের গরব , মোদের আশা , আমরি বাংলা ভাষা ', পাড়ার মোড় থেকে মাইকের আওয়াজ আসছে । আজকের দিন নিয়ে দ্বিতীর প্রস্তুতি ও ব্যাস্ততা দেখে একবার ব্যাঙ্গের হাসি দিয়ে দ্বিতী র মা অন্য ঘরে যাবেন এমন সময়ে খাবার টেবিলের উপর রাখা মোবাইল ফোন টি বেজে উঠল । 

   দ্বিতী র মামী ফোন করেছে জার্মানী থেকে । স্বভাবতই ভাঙাচোরা ইংরাজি তে দ্বিতী র মা তাদের রোজনামচার কথা জানতে শুরু করলো । এমন সময় মনে হলো জকের মুখে নুন পড়ল । 

 ফোনের অপর প্রান্তে ওই জার্মানী মহিলা অর্থাৎ দ্বিতী র মামী প্রায় স্পষ্ট বাংলা তে ই উত্তর দিলো দ্বিতী র মা র সব প্রশ্নের , আর সাথে উপরি পাওনার মতো যোগ করে দিল 'শুভ মাতৃ ভাষা দিবস' - এর শুভেচ্ছা ।


   

      


Rate this content
Log in

More bengali story from Shinjini Chakraborty

২১

২১

1 min read

Similar bengali story from Inspirational