যেদিন প্রথম মধুমাস
যেদিন প্রথম মধুমাস


যেদিন প্রথম মধুমাস
আমার তখন ভোর
তখনও আমার ঘুমঘোর।
স্বপ্নের মতো বেজেছিল
জলপরীর জলতরঙ্গে স্নান
আমার সঙ্গে হারাতে চাওয়ার গান ।
তখন আমার ভোর
আমার তখনও ঘুমঘোর।।
একসাথে নয়, আলাদা আলাদা
হারিয়ে গিয়েছি আমি
হারিয়ে গিয়েছো তুমি।।
অবেলায় সেই গান
চুপিচুপি অনুরণিত
ভোরের প্রেমের মতো।
সেই সুর দূর সমুদ্রে
সবুজ দ্বীপের মতো
রিণি রিণি পায়েল মন্দ্রিত ,
সেই দ্বীপে হারাতে না পারার মনস্তাপ
লুকিয়ে কান্না ঝরে টুপটাপ টুপটাপ।।
ডাক দিয়েছিলো মধুমাস
আমার তখনও শীত
কুঁড়ি এসেছিলো কিঞ্চিত ,
ভ্রমর গুনগুন
পাপড়ি খুঁজেছিলো নিশ্চিত।।
ভ্রমর ফিরেছিলো বুকে নিয়ে লীণতাপ
লুকিয়ে কেঁদেছিলো টুপটাপ টুপটাপ।