STORYMIRROR

Abdur Rahman Raasu

Abstract

4  

Abdur Rahman Raasu

Abstract

যে শহরে ভাল নেই

যে শহরে ভাল নেই

1 min
313

নিষিদ্ধ হোক এই শহর,

শহরের রাস্তা গুলো ৷

কার্নিশে ঝুলে থাকা 

ফুলদানি ঝরে পড়ুক ৷

শ্যাওলা ধরা দেওয়ালে

অনিশ নামটি মুছে যাক, 

খসে পড়ুক পুরোনো দেওয়াল ৷


এই শহরে চৌরাস্তার 

ল্যাম্পপোস্টের আলো নিভে যাক, 

ঘন আধাঁরে ছড়িয়ে দিক বার্তা

এই শহর নষ্ট হয়ে গেছে ৷


এই শহরে আনন্দ উদ্যানের

দোলনা না দোলা দিক, 

পার্কের বেঞ্চিতে ধুলোয় ভরে যাক ৷


ফটোগ্রাফারের লেন্সে কিংবা

ফ্লাশের দীপ্তিতে জ্বলেসে যাক, 

জ্বলসে যাক এই শহর ৷ 

সিনেমার পর্দার রঙ হোক পিকে, হোক বিবর্ণ ৷


না থাকুক শিল্পকলা

না থাকুক নাট্যকলা

অথবা না থাকুক রঙ্গম়ঞ্চ 

এই শহরের রঙ মুছে যাক ৷


যে শহরে ভালবাসা নেই

যে শহরে মূল্যহীন ভালবাসা

সেই শহর বিনষ্ট হোক বারবার ৷


যে শহরের চোখ পুরনো 

দালানের খোলা জানালায়

যে শহর আকাশ দেখে না

সে শহরের ছাই উড়ুক বাতাসে ৷ 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract