Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.
Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.

Sudipta Ghosh

Romance

3  

Sudipta Ghosh

Romance

যান্ত্রিক প্রেম

যান্ত্রিক প্রেম

1 min
272


ভাবি তোমায় খুজে নেব ঠিক,

 চেনা কিছু মুখের ভিড়ে ;

বলব কিছু মনের কথা,

 কথা পড়ে থাকে অন্ধকারে ।


জানিনা তোমার সাথে জীবন আমার ,

নাকি এই ল্যাপটপের সাথে ?

তোমার গলা শুনবো বলে, 

বসে আছি মোবাইল হাতে ।


একলা বসে খুঁজি তোমায় 

আমার এই মনের কোণে;

 সেখানে যখন পাইনা দেখা,

 খুঁজতে বসে অনলাইনে ।


তুমি আমি দুই গোলার্ধে,

 শুধু যন্ত্রের বোঝা বেড়ায় বয়ে।

 যান্ত্রিক সভ্যতার যান্ত্রিক প্রেম

 সত্যিই কি যাচ্ছে সয়ে?


Rate this content
Log in