ঠিকানা
ঠিকানা


নিঃশ্বাসে ছিলে মোর।
বিশ্বাসেও বটে;
তবে আজ কেটেছে সে ঘোর।
অভ্যেসে ছিলে মোর,
নয় অবকাশে।
তবে কেন ঠিকানা আজ তোমার
আমার দীর্ঘশ্বাসে?
নিঃশ্বাসে ছিলে মোর।
বিশ্বাসেও বটে;
তবে আজ কেটেছে সে ঘোর।
অভ্যেসে ছিলে মোর,
নয় অবকাশে।
তবে কেন ঠিকানা আজ তোমার
আমার দীর্ঘশ্বাসে?