"সময় স্রোত"
"সময় স্রোত"
লিখছি ‘লন্ডন' থেকে।।
জীবন তুমি জটিল বড়ো,
স্তব্ধ, নিঠুর, জড়োসড়ো।
ক্ষুধার্থ আজ বলছে হেসে,
রুদ্ধ দ্বারের প্রান্তে বসে।
মহামারীর অমোঘ টানে,
ধোনির ক্রোরেও শিশু কাঁদে।
প্রকৃতি আজ স্নিগ্ধ বড় অট্টালিকার আর্তনাদে,
বিশ্বমাতা লুকিয়ে হাসে স্বমহিমায় পাতা ফাঁদে।
সখ্যতা আজ ক্লাউডে আটক,
ভার্চুয়ালের রঙিন ডেরায়।
স্ট্যাটাস শেখায় বন্ধু কে তোর,
শৈশবকে আড়াল করে।
উপার্জনে মত্ত পেশায়,
সময় কাঁদায় সময় হাসায়।
অর্থে মোরা সমাজেতে,
সত্য লুকায় ভ্যানিটিতে।
কালের বিধান বুঝতে নারি,
এসো সবে মিলে ভাসাই তরী
