সেই মেয়েটা
সেই মেয়েটা




সেই মেয়েটা খামখেয়ালি,
সেই মেয়েটা খুব উদাসীন,
সেই মেয়েটা বুঝলো না
বাস্তব আর স্বপ্নের দূরত্ব।
স্কুলের বেঞ্চির পাশে জানলা দিয়ে
খোলা আকাশ ওকে হাতছানি দিত।
বুনত অলীক সুখ স্বপ্ন,
যা সত্যিই কোনোদিন পূর্ণতা পাবেনা।
সে জানতো বাস্তবটা খুব কঠিন একটা সত্যি,
তবুও চারপাশে ঘনিয়ে নিতে জানতো স্বপ্নের রঙিন রামধনু।
হঠাৎ একদিন হারিয়ে গেল সেই রামধনু,
মেঘবালিকা যেন তার সাদা চাদরে মুড়িয়ে দিল সব স্বপ্ন,
ঠিক যেন স্বপ্নের শবদেহ।
স্কুলের চেনা মুখগুলো আজ প্রতিষ্ঠিত,
তাই তারা অচেনার গাম্ভীর্যে ফিরিয়েছে মুখ।
উদাসীন চোখ বৃষ্টি হয়ে ঝরে পড়েছে,
কিন্তু তাও সকলের অলক্ষ্যেই।
সেই মেয়েতো আজ বদমেজাজি,
তার আবার অনুভূতি আছে?
ব্যার্থ মেয়ের উপকথা,
শুনেছ কখনো?
যার স্বপ্ন আজ শ্মশান ঘাটে ফেরে,
সেও কি পারে আজ বাস্তব হতে?