STORYMIRROR

Shayan Das

Abstract Inspirational Others

3  

Shayan Das

Abstract Inspirational Others

স্বপ্ন সংগীত

স্বপ্ন সংগীত

1 min
308

যখন এই জীবনে নামে নিশির আঁধার,

আকাশে বাতাসে যেন দ্বন্দ্ব, হাহাকার,

সুস্বপ্ন বুনে তার সৌম্য মায়াজাল—

আনিয়া রজনী তীরে শুভ্র সকাল।

আর সেই মায়াজালে, পরাজিত আমি

শুনিয়া সহস্রাধিক ঊর্ধ্বস্থ ধ্বনি—

দেখি শত স্বর্ণলতা নয়নের মাঝে

গাঁথিতেছে পুষ্পমালা স্বপনের সাজে।

তখনই সেই হিংস্রতার রক্তাক্ত ক্ষনে,

জানিনা কীভাবে মোর চিত্তে আর প্রাণে

জাগে কত শুভ্র আশা—গায় শত গীত

ভুলিয়া সকল অন্ধ ছলনার অতীত।

আর শুধু মনে জাগে— এ বিশ্বে আবার

নাহি আছে কোন পথ দুর্গম আমার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract