STORYMIRROR

Tohidul Islam

Abstract Romance

3  

Tohidul Islam

Abstract Romance

"প্রতিবাদের ভাষা "

"প্রতিবাদের ভাষা "

1 min
192


পৃথিবীটা ঘুমিয়ে ছিল নিশ্চিন্তে 

আকাশ নীলে কালো পাখিটা শব্দের বেগে উড়ে গেল 

কান ফাটা বিকট আওয়াজ করে।


ঘুম জড়ানো চোখে জেগে উঠতে সে

দেখে, অলস রাতের আকাশ জ্বলছে।

আর, মেয়েটা প্রাণভয়ে দৌড়চ্ছে।


শত সহস্র বছর ধরে গড়ে উঠা জীববৈচিত্র্য 

আর তার সীমাহীন ভালবাসা, সংসার 

জ্বালিয়ে মারছে বিবেকহীন একদল।


মেয়েটি তখনও বেঁচে রয়েছে, মারতে পারেনি তাকে।


মুহূর্তে ধাঁধিয়ে চোখ

বিশ্বমানবতা করেছে ভূলুণ্ঠিত।

তবুও বিশ্ববিবেক রয়েছে গেছে নিশ্চুপ।


একাকি মেয়েটি এখন, মৃত শহরের বুকে 

মুঠো মুঠো বুলেটের খালি কার্তুজ কুড়োয়

আর, আর তার চোখের নীচে পড়া মসি।


রচিত হবে এক মহাকাব্য

" দ্য ফেস অব ওয়ার "



Rate this content
Log in

Similar bengali poem from Abstract