পিশাচ
পিশাচ
ভয়ঙ্কর নিঃশব্দ শাখা
অতৃপ্ত কান্না
শুকনো হাওয়া
অসহায় সময়, ম্লান না
হলুদ ঝরাপাতা
রক্ত পেনের কালি
অক্ষয় হয়ে গাঁথা
কিছু মুহূর্ত সোনালী...
অনেক দিবস পরে
কোনো অগুছালো ঝড়ে
মনে পড়বে আবার ক্ষুধার্ত সময়ের গল্প
অল্প অল্প
কিছু হিজিবিজি
কিছু স্পষ্ট
হয়তো হারানো কষ্ট
মুখের কোনে হাসি এঁকে দেবে
কিছু সময় চেয়ে নেবে
আড়ালে মুখ দেখাবার জন্য
স্থির চোখ থেকে কেড়ে নেবে জল
কিছু হিংস্রতা বন্য
ছিঁড়ে ফেলবে বিহ্বল
স্তব্ধ সময়ের শবদেহ।।