পাপ পুণ্য
পাপ পুণ্য


প্রিয় ডাইরি
বসে আছি চুপচাপ
ভাবছি বসে কোনটা পুণ্য
আর কোনটা পাপ,
মানুষ এর বিশ্বাস নিয়ে খেলা
নাকি মানুষ কে দেওয়া অবহেলা।
ভাবতে ভাবতে দিন টাই কেটে গেলো
দুপুর পেরিয়ে বিকেল এসে গেল,
সন্ধ্যে বেলা মুক্ত আকাশ দেখে
মনে হলো আকাশ দেখেও
মানুষ শেখে।
আকাশ কত বড়ো
তাতে কত কিছুই বিলীন,
ভাবতে ভাবতে আমার
শেষ হলো পুরো দিন।