নির্বাশন
নির্বাশন


তোমরা আমাকে নির্বাশন দেবে
তোমাদের ঐ আর্শীবাদ
আমি মাথা পেতে নেব,
তবুও আমি ঘুরে দাড়াব
ঘুরে দাড়াব অন্যায়ের বিরুদ্ধে।
হাত বাড়িয়ে দেব
অনাহার ক্লীষ্ট মানবের দিকে
মনুষ্যত্ব আমার ধর্ম
নপুংসক ন্যায় পালাতে শিখিনি
আমি বারংবার ছুটে যাব
অন্ধকার গলির ঐ রাতজাগা
ছোট্ট পাখিটির দিকে
প্রতিদিন নিজেকে নিংস্ব করছে
কামরুপি নারী খাদকে
ছুটে যাব রাস্তর ঐ উলঙ্গ বালকের কাছে
সূর্যের উত্তাপে ঢেকে -
নিচ্ছে তার ছোট্ট শরীর
ছুটে যাব খাদানের শ্রমিকদের কাছে
নিজের জীবন তুচ্ছ করে দুটি
গরম ভাতের আশায়।
ছুটে যেতে চাই মাঠে খেটে
খাওয়া চাষী ভাইদের কাছে
ঋণের দায়ে ঝুলে পরে কড়িকাঠে
ফিরিয়ে দিতে চাই তাদের
সামান্য অধিকার।।