STORYMIRROR

Biswanath Bhowmik

Abstract Others

3  

Biswanath Bhowmik

Abstract Others

মুক্ত মন

মুক্ত মন

1 min
262


মুক্ত বায়ুর উন্মত্ত স্রোত,

পান্থ এ হৃদয়,সুদূর বহূদূর,

শ্রাবনের ঘনঘটা,

 করছে আহবান

নীল পাহাড়ের ঐ সীমানায়।

যেথা হতে মেঘ গুরুগুরু

গর্জে মুহুর্মুহু। 

ভেসে আসে এক অচেনা অজানা ডাক

দূর দেশ হতে 

"হে পথিক তুমি কি সেই পথের যাত্রী?"

যে পথ বয়ে যায় দিগন্তে 

ঐ নীল পাহাড়ের দেশে,

অজানার রহস্য সমাধানে।

নিয়ে চল আমায় ঐ প্রান্ত দেশে

যেখানে মন ছুটে চলে নিরন্তর 

অজানাকে জানার সুখে,

"পথ বলে দাও" "পথ বলে দাও"।

এ আর্তনাদের সাড়া দাও,

সমস্ত বন্ধন ছিন্ন কর,

মুক্ত কর,

আমায়।

অজানার রহস্য সমাধানে,

একাগ্র কর এই মন।

বিলীন করে দাও এ বিশ্ব মাঝে।



Rate this content
Log in

More bengali poem from Biswanath Bhowmik

Similar bengali poem from Abstract