মন মেতেছে চকোলেট এ
মন মেতেছে চকোলেট এ


মিষ্টি মুখে মিষ্টি হাসি
বলতে খুব ই ইচ্ছে করে,
তোমায় বড়ো ভালোবাসি।
রাগারাগি ঝগড়াঝাটি
সব ই থাকে পরে,
চকলেট টা খাওয়াই
যখন তোমায় আদর করে।
সব কিছু তেই না বলা যায়
যায় না কেবল এতে,
চোখের সামনে মিষ্টি চকোলেট
মন উঠেছে মেতে।
তাই ভেবেছি রাগ ভাঙাতে
এটাই কেবল চাই,
চকোলেট ডে তে
চকোলেট ছাড়া
বিকল্প আর নাই।