মধুবংশীর গলি
মধুবংশীর গলি


শব্দে আর ভাষায় হয়ে ওঠে অপঘাতে প্রাণ,
বয়ে যায় হাওয়া অবিরাম আসে উত্তর হতে দক্ষিণ...
তোমার আমার মন নেই এ কোন বিধুর স্থান!
নেই ক্ষান্তি তোমার সমান অস্তিভারে আবহমান,
নেই ছাপ ফেলে আসা পায়ের স্পর্শে কোন দিন...
সামনে নেই উর্বরত্ব এগিয়ে আসে হিমেল নীল হাওয়া...
বয়ে যায় রেখাপাত শুধুই একে-একে আসা যাওয়া;
পাশে ভেসে যায় পরিনাম নদী কত মৃৎ সঙ্গ প্রপাত,
রাত্রি তোমার মতো ক্ষত, তুলে নিও অবিরাম হাত...
কাকে বলি সত্যির উপরে আছে যে টলটল মিথ্যা,
আঘাত অথবা এক লহমায় প্রবাহ শয়ান ইস্তফা...
সমস্ত আবরন মুছে ক্ষতে পড়ছে অবিরাম পলি...
ক্ষান্তি নেই বিকারহীন প্রবাহ চলেছে মধুবংশীর গলি!