জীবন
জীবন
আমার নাম দিয়ে শুরু করি নতুন জীবনের পথ চলা
নানান বাধার মাঝেও জীবন কাটাতে হয় আনন্দে
জীবনের বাঁচার পথে অনেক বাধা বিপত্তি থাকে।
তা সব কাটিয়ে নিজেকে আনন্দ সহ িত বাঁচতে হয়
এরই নাম জীবন
আর এই পৃথিবীতে সব মানুষ নাটক যাত্রা করছে
প্রত্যেকটা ব্যক্তির নিজের একটা ক্যারেক্টার প্রদান করেছে
ভগবান কেউ এ বছরের কেউ কমেডিয়ান
কেউ বদলাবে কেউ আবার খেলো নায়ক।
