ঝরছে দেখো বৃষ্টি
ঝরছে দেখো বৃষ্টি
শুষ্ক রৌদ্রজ্জ্বল দ্বিপ্রহর শেষে ,
অপরাহ্নের বৃষ্টি এসেছে তৃপ্তিযোগে হেসে ।
বারিধারার শীতলতা ঘুচিয়ে দিক তপ্ত ভূমির সকল তাপ ,
কারোর মনের ভিতর নাই বা থাকলো কৃতকর্মের প্রতি অনুতাপ ।
জলভেজা ক্যানভাসে আজ ধূসর রঙের ছটা ,
পশ্চিমাকাশে শুধুই আজ মেঘের ঘনঘটা ।
উষ্ণ কফির কাপে হালকা ঠোঁটের স্পর্শ ,
হৃদয় আজ কেবলই করছে স্মৃতির সাথে সংঘর্ষ !
অবাধ্য মন ছুটে যায় বৃষ্টিসিক্ত অলিন্দে,
ব্যর্থ কিছু সুখ খুঁজে নিতে দুঃখভরা আনন্দে।
আকাশের বুকে যন্ত্রণা আজ বিদ্যুতের ঝলকানিতে ,
অশ্রুধারা বয়ে যায় চোখের পলক ফেলতে।
মনখারাপি বৃষ্টি দিয়ে যায় শুধুই বিরহ ,
কোনো চাতক পাখির সিক্ত কণ্ঠে আবার আনন্দের সমারহ ।
পুরানো ডায়রির পাতার মাঝে একটি গোলাপ ,
শুকনো শান্ত অবস্থা তার ব্যক্ত করে যায় অব্যক্ত সংলাপ !
দুঃখ-হাসির মিশেলে বিশ্ব-ব্রহ্মাণ্ডের মায়াময় সৃষ্টি ,
কোথাও মনের গোপনে , কোথাও পৃথিবী ঘিরে ঝরছে দেখো বৃষ্টি !
