ঝড় হয়ে যাও
ঝড় হয়ে যাও
শিকড় জুড়ে ঘুনের বাসা, একটি শাখায় ফুল
পুজোর থালে রাখবে? ভুল করবে, ভুল
হয়তো ভুলের শাস্তি পাবে, নয়তো অনুতাপ
বরং ঝড় হয়ে যাও,
শিকড়-বাকড় উপড়ে দিয়েও, ঝোড়ো হাওয়া মাফ।
অলক্ষ্যে রোষ পেঁচিয়ে ওঠে, পলকে ধূলো বালি
আকাশী মেঘ? না মেঘলা আকাশ? , তর্ক জোড়াতালি
ঝড় হলে তো ভাসিয়ে দেবে তর্ক বহুদূরে
যুক্তিগুলো যুঝতে থাকুক আমার অন্তঃপুরে..
কখন আবার বর্ষা হবে, কাটবে নিম্নচাপ
বরং ঝড় হয়ে যাও,
শিকড়-ছেঁড়া, উড়ন ঝড়ের গায়ে লাগে না শাপ।
