STORYMIRROR

Soutrik Ghoshal

Abstract Classics

4  

Soutrik Ghoshal

Abstract Classics

গুরু

গুরু

1 min
229

সব মহান ব্যক্তির পিছনে,

দাঁড়িয়ে আছেন গুরু।

তারই হাত ধরে

আমাদের জীবনের পথচলা শুরু।।


অর্জুনের সাথে ছিলেন দ্রোন,

নরেনের সাথে গদাধর।

লোহা থেকে সোনা বানান

এরাই আসল কারিগর।।


আমাদের কেও তৈরি করেন

ঘসে-মেজে রোজ।

ধীরে ধীরে মেলাতে শিখি

কঠিন অংক সহজ।।

যুগে যুগে পাঠিয়েছো প্রভু

আশীর্বাদ রূপে।

আমাদের সাথে রয়েছো তুমি

তারই প্রতিরূপে।।


হে গুরুদেব

তুমি মহান।

তোমার চরণে

শতকোটি প্রণাম||


Rate this content
Log in

Similar bengali poem from Abstract