এক কুচি
এক কুচি
আকাশ পানে চেয়ে দেখি ঢোলে আছে মেঘ, কাগজি পেখম আবির রং, সন্ধ্যা নামে ছেয়ে
রাতের নীরব একলা কালো, ঝিঁঝির ডাক, অন্ধকার
হৃদয় তারে আজ শুধু বাজে শুরের ঝংকার।
ঘড়ির কাটার টিক্ টিক্, মন ছুটে যায় কাছে তার
স্বার্থপর তকমা সাঁটা, রায় দিয়েছে পরিবার
সবাই বলে কাজের ফাঁকে নাকি আমার সংসার
রোজ রাতে রাগারাগি, অশান্তি আর পাঁচ কথা
মাতৃত্ব সবাই বোঝে মা কে কেউ বুঝলো না।
সবাই ভাবে যাই বলে সবেই আমি নির্বিকার
আমি কেমন মা, তা বিচার করা অধিকার
শ্রান্ত সন্ধ্যায়, কাজের শেষে,
বাড়ি ফিরি, হাজর আঙ্গুল ওঠে
মনটা আলতো কেঁপে ওঠে, সেও কি বুঝবে ভুল
চিন্তার ঢেউয়ে দাঁড়ি টেনে, দুই হাতে ছুটে এসে জড়িয়ে ধরে,
পরদার আড়ালে দেখি, আকাশের এক কুচি কোণে, উঁকি দেয় চাঁদ।।
