এক বর্ষার রাত
এক বর্ষার রাত
বৃষ্টি ভেজা রাতের ঝোড়ো হাওয়াতে
যখন কালো মেঘের প্রলেপে
ঢেকে গিয়েছিল আকাশে থাকা তারাগুলি
আমার আবেগপ্রবণ মন তখন তোমাকেই খুজছিল
ঠিক যেভাবে একজন মরুভূমিতে গিয়ে জল খোঁজে
কিন্তু তুমি যে এখন আমার কাছে শুধুই মরিচিকা মাত্র
আমার কাছে তুমি এখন "দা লস্ট সিটি ওফ "Atlantis" এর মতো
শুধু পার্থক্য একটাই.................
"Atlantis" এর মতো তুমি যে কাল্পনিক নয়
হঠাৎ গর্জে উঠল আকাশ
সোঁদা মাটির মন মাতানো গন্ধে
ভরে গিয়েছিল বাতাস
আমি তখন কলম হাতে আমার একলা ঘরে
অতীতের স্মৃতি গুলো যেন আমায়ে আঁকড়ে ধরে৷৷