এ কেমন স্বাধীনতা
এ কেমন স্বাধীনতা
1 min
81
এ কেমন স্বাধীনতা
যা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ,
পদে পদে বিস্তীর্ণ বাঁধা
প্রতিমুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে
দেখানো লিঙ্গ বৈসাম্ম্যতা।
নারী পুরুষে ভেদাভেদ
আজও বিস্তৃত দিকেদিকে,
বিভেদ এর নগ্নতা প্রখর ভাবে
প্রকাশিত পথে ঘাটে সর্বত্র।
সমাজের চোখে নারী
সে তো অবলা দুর্বল,
স্বীকৃতি পেতে আজ তাকে
লড়ে যেতে হয় একাই।
কখনো স্বামী কখনো পুত্র
প্রতিমুহূর্তে অনুভব করায়,
তুমি অপ্রয়োজনীয়।
তবুও হাসি মুখে মেনে নেয় নিয়তি
হায় রে বিধি যাকে জন্ম দিয়ে,
তিলে তিলে গড়ে তোলা
তার কাছেই মূল্য হীন।
চাই সমতা চাই
বেঁচে থাকার পূর্ণ অধিকার,
তবেই সফল স্বাধীনতা
পরাধীনতার পূর্ণ প্রতিকার।