STORYMIRROR

Kazi Mostak

Abstract Others

3  

Kazi Mostak

Abstract Others

ব্যবধান

ব্যবধান

1 min
206

সময়ের ব্যবধানে

বিবেকহীন হয়েছে মানুষ

ভুলে গেছে আজ সবাই সত্য বলা

এখন সবাই দেয় শুধুই সমেবদনা,

কারো মনে নেই কোন আফসোস,

অবশিষ্ট আছে এখন শুধুই সান্তনা।

শহীদের কবরে পরে কাঁদে তার শিশু

মা কাঁদে,কাঁদে তার প্রিয়তম স্ত্রী।

শহীদ যারা তারা হয়ে গেছে

আজ এখন শুধুই স্মৃতি।

হার মেনেছি আমরা আজ সময়ের হাতে 

আজ আমরা শুধুই হতবাক,

আজ কারোরই নেই কিছু বলবার।

মনে মনে আজ শুধু এই বলি

আমরা তো এমনি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract