বসন্ত কেটে যায়
বসন্ত কেটে যায়


এসো মোর পরাণ প্রিয়া আজি এই নিরালায়
তুমি বিনা বুঝি মোর বসন্ত কেটে যায় ।
বৃক্ষ ডালে পাতার ফাঁকে উঠেছে কোকিল ডেকে
সাদা বকের দলগুলো ঐ আকাশ দিয়েছে ঢেকে ।
গায়ের ক্ষেতে সবুজ পাতায় দিয়েছে পবন দোলা
কবির বনে সুখের আগুন করে গেছে উতলা ।
হাত ইশারায় ডাক দিয়েছে ধবল কাশের বন
সেথায় যেন যায় ছুটে যায় মোর এ শিল্পী মন ।
ফুলের বনে ফুল ভোমরা তুলিয়াছে গুন্জন
তোর বিহনে একলা আমি করিয়াছি অনশন ।
পেখম খুলে নেচে ময়ূর সখীর ঘরে যায়
শুধু তুমি বিনা মোর বুঝি গো বসন্ত কেটে যায় ।