বৃষ্টি
বৃষ্টি


একদিন সকালে উঠে আমি দেখলাম আকাশ মেঘলা
মনটাও মেঘলা হয়ে গেল
মেঘ আসলে জীবনের একটা অঙ্গ
মেঘ না থাকলে যেমন বৃষ্টি আসে না
তুমি জীবনের মেঘ দুঃখ ডেকে আনলেও
পরে সেটি সুখে পরিবর্তিত হয়।
জীবনের মেঘ অত্যন্ত গুরুত্ব
এটি আমাদের দুঃখের সময় আনন্দ খুঁজে নিতে শেখায়।