বলা
বলা

1 min

9.7K
বলতে বলতে অনেক কথা,
বলিয়ে দিল মন,
না বলা সব কথাগুলো,
বোঝে আপনজন।
অনেক কথাই বলার আছে,
অনেক ছবি ভাসে-
মনের গহন থেকে শব্দ,
বলা ভালোবাসে।