Paramita Basak
Abstract Others
প্রিয় ডাইরি
ভালো লাগা মন্দ লাগা
এসব এখন অচল,
কোমল হৃদয় এই জগৎ এ
পায় না কোনো ফল।
যতই ভাবি কঠিন জীবন
কঠিন পথ চলা,
কোমল হৃদয় মানতে কি চায়
জ্ঞানের কথা বলা।
বন্ধু
ব্যর্থতায় পরি...
বাকি
লক ডাউন
ফাঁকি
অপূর্ণ আশা
শুণ্য এ আকাশ
আশা
সম্পর্ক
আপন পর
অপবাদ অপবাদ
হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
আমাকে দেখুন আমাকে দেখুন
কালো বৌ কালো বৌ
গোধূলি বেলা গোধূলি বেলা
বিলাস বিলাস
বর্ণহীন ভালোবাসা বর্ণহীন ভালোবাসা
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা। প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,