STORYMIRROR

Rakesh mondal

Romance Others

3  

Rakesh mondal

Romance Others

বেঁচে থাকুক ভালোবাসা

বেঁচে থাকুক ভালোবাসা

1 min
340

হাজার বছর ধরে হাঁটিতেছি যে অনন্ত পথ ধরে,কোনো দিগন্তের ওপার থেকে বরাংবার জানান দেয় তুমি পথ ভুল করেছো।

তীব্র লাঞ্ছনা সুর কানে ভেসে আসে, ব্যাকুলতা যখন অট্টহাসিতে উপহাস্য হয়ে উঠে।

ঝড়ের জগঝম্প ভঙ্গিতে আমি তাদের বিদ্রোহের সুরে উচ্চ কন্ঠে জানাতে চাই এই পথ শুধু আমার নিতান্তই আমার।

পথ যখন দুর্গম হয় কাউকে পাশে পাওয়ার আশা করাটা অলীক কল্পনা।

মরুভূমিতে মরুদ্যানের স্বপ্ন দেখার ন্যায় মরীচিকার পশ্চাৎ ধাবন অধিক শ্রেয়।

কোন এক মরুঝড়ে ঢাকা পড়ে যাবে কতো কতো প্রিয়তমার ভালো থাকার গল্প।

তাদের জীবনের ফেলে আসা অতীতের সাক্ষী হয়ে থাকবে

সেই বালিয়াড়ি গুলো বালির স্তূপের নিচে কবরের মতো।

কোন এক ঝড়ের সকালে ফেলে আসা স্মৃতি গুলো epitaph এর মতো প্রাণ ফিরে পাবে।

হইনা কেন আমি সেই দিন অশরীরী বেদুইন,

এই ভাবেই পৃথিবীতে বেঁচে থাকুক ভালোবাসা ভালো থাকুক প্ৰিয়তমরা



Rate this content
Log in

Similar bengali poem from Romance