বাড়ি
বাড়ি
বাড়ি-বাড়ি- বাড়ি
তোমাইআমিকেমনকরেছাড়ি,
মেঘরোদ্রুহয়যখনবলেসবাইচলতাড়াতাড়ি
সবনিজনিজবাড়ি।
লোকভুলেযায়খাবারখেতে
বাড়িরকথাভুলেনা,
তোরওইচালেরনিতথেকে
বিদেশযেতেচায়না।
গ্রামেরবাড়ি- বাড়ি
ইটআছেসারি- সারি,
করবেতৈরিতোকে
দেখবেসবায়নিজচোখে।
হোকনাকেনখোড়াকানা
কবরহলআসলঠিকানা,
করবেনানিয়েসেটাকেকেউকাড়াকাড়ি
কারণসেটিইহলোসবারআসলবাড়ি।
মারাযাবেমানুষলাগবেকাফন
করবেতাকেকবরেদাফন,
থাকবেনাদুনিয়ারমাঝেজিবন-যাপন
কবরহলোআপন।
“এমন কোন জায়গা যেখানে বাড়ি তো আছে কিন্তু বাড়ির দরজা, জানলা কিছুই নেই?”।
