STORYMIRROR

S M Jahid Hasan

Classics Fantasy Others

4  

S M Jahid Hasan

Classics Fantasy Others

আশরাফুর রাহমান

আশরাফুর রাহমান

1 min
244

মঠবাড়িয়ার একটি ছেলে

আশরাফুর তার নাম

এই দেশে সেই ছেলের এখন

অনেক অনেক দাম।


দাম কি শুধু, নামও আছে

দেশজুড়ে তার- কারণ?

এই কাহিনী বলতে এখন

নেই যে কোনো বারণ।


আশরাফ নামের এই ছেলেকে

তোমরা সবাই চেনো,

ছন্দ-ছড়ায় আজ ছেলেটির

জীবনখানা যেনো।


ছোট্ট বেলায় ছিল সে যে

খুব মেধাবী বালক,

চোখ দুটি তার ছিল যেন

প্রজাপতির পালক।


মন তার স্বপ্নে রাঙা

আবেগ আছে প্রাণে,

আকুল হয় মুগ্ধ হয়

দোয়েল পাখির গানে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics