STORYMIRROR

Abu Rehaan

Inspirational

4  

Abu Rehaan

Inspirational

রবের প্রতি ভরসার সুন্দর ফল🌹🌹🌹

রবের প্রতি ভরসার সুন্দর ফল🌹🌹🌹

2 mins
2

একদা এক দেশে একটি মেয়ে জন্মগ্রহণ করে, মেয়েটি ছিল তিন ভাইয়ের এক বোন, কিন্তু তার ভাগ্য ছিল খুব খারাপ, সে সব সময় সবার কাছ থেকে অবহেলা অপমান বেড়ে উঠেছিল, সে সব সময় রবের কাছে চাইতো যাতে তার জীবনটাকে সুন্দর একটা পরিবর্তন করে দেন, এই পরিবর্তনে থাকবে সুখ আর শান্তি, কখনো দুঃখ থাকবে না,,এমন করে হতাশ না হয়ে চাইতে থাকে,কারন সে জানত রব তার বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে  লজ্জাবোধ করেন, তিনি কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, রব উওম সময়ে উওমটাই দেন,এমন ভাবে কাটতে থাকে তার জীবন, সে ধৈর্য ধারণ করে রবের কাছে চাইতেই থাকে এভাবে কেটে যায় ১৭টি বছর, হঠাৎ তার জীবনে এলো একজন দ্বীনদার সুদর্শন আলেম যুবক, এবং তাদের বিবাহ হলো, বিবাহের পর থেকে শুরু হলো তার সুখের জীবন, তার স্বামী তাকে খুব ভালবাসতেন, এক কথায় সে যেমন চেয়েছিল তার চেয়ে অধিক উওম ছিল, বিয়ের এক বছর পর তাদের ঘরে এলো ফুটফুটে এক ছেলে সন্তান, ছেলিটিও ছিল খুব সুন্দর, এভাবে তিন বছর পার হয়ে গেল তারপর তাদের ঘড়ে এলো একজন ফুটফুটে মেয়ে সন্তান একথায় মেয়ে সন্তানটি ছিল অসাধারণ সুন্দরী,এভাবেই দুই সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন পার হয়ে গেল,,,,, ১৭টি বছর ধৈর্যধারণকারিনী মেয়েটি হয়ে উঠলো সবচেয়ে সুখী একজন, সে এতটাই সুখ পেয়েছিল যে সেই সুখের কথা লিখতে গেলে আমার সারাজীবন কেটে জাবে,সেই মেয়েটি রবের শুকরিয়া আদায় করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করে , ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিওন,এটাই হলো রবের প্রতি আত্মবিশ্বাস, আর ভরসার ফল,তাই কখনোই হতাশ হওয়া যাবে না,মনে রাখবে তুমি উওম সময়ে উওমটাই পাবে, ❤️‍🩹🌹


Rate this content
Log in

Similar bengali story from Inspirational