জীবন নিয়ে কিছু কথা
জীবন নিয়ে কিছু কথা
'জীবন' হলো একটি রাস্তার মতো। এ রাস্তা চলার পথে রয়েছে অনেক উদ্দেশ্যে। এ জীবন রাস্তার মতো চলছে ঠিকে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা এ জীবন উপভোগের আত্মিক তৃপ্তি পাচ্ছি না।
আচ্ছা, এবার আসা যাক আমি জীবনকে রাস্তার সাথে তুলনা করলাম কেনো? উত্তরে হচ্ছে- যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন থেকেই রাস্তা হতে তার যাত্রা শুরু হয় এবং তার মৃত্যু হলো রাস্তার শেষ গন্তব্য স্থান। মানুষ মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত রাস্তা অতিবাহিত করতে থাকে। যখন একটি শিশু পৃথিবীর আলো দেখে তখন থেকেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে তার নির্দিষ্ট উদ্দেশ্যে পূরণের জন্য। নির্দিষ্ট উদ্দেশ্যে বলতে বোঝায় একটি শিশুর প্রথম উদ্দেশ্যে হলো মায়ের দুধ পান করা। পর্যায়ক্রমে সে শিশুটি বসতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে এগুলো হলো প্রাথমিক জীবনের উদ্দেশ্যে। যখন একটি শিশু বড় হতে শুরু করে এবং প্রাপ্ত বয়স্ক হতে শুরু করে তখন তার বিভিন্ন উদ্দেশ্যে অর্জনের জন্য চাহিদা বাড়তে থাকে।যেমন:-পড়ালেখা করা, কোনো শখ- ইচ্ছা পূরণ করা, খেলাধুলা করা, টাকা উপার্জন করা ইত্যাদি। এই কাজগুলো হলো মানুষের জীবনে এক একটি উদ্দেশ্যে কারণ পড়ালেখা করলে মা-বাবা খুশি হয় এবং প্রচুর জ্ঞান অর্জন করা সম্ভব মূলত এটিই হলো পড়ালেখার উদ্দেশ্যে। খেলাধুলা করলে শারীরিকভাবে সুস্থ থাকা যায় এ সুস্থ থাকাই হলো জীবনের উদ্দেশ্যে।টাকা উপার্জনের উদ্দেশ্যে হলো নিজের ও পরিবারের জৈবিক চাহিদা পূরন করা।
মানুষের জীবনে এই বিভিন্ন উদ্দেশ্যে অর্জনের একটিই কারন হলো জীবনে সুখী হওয়া ও সফলতা অর্জন করা। কেউ কেউ খারাপ উদ্দেশ্যেকেও নিজের সফলতা দাবি করে কিন্তু আসলে তার এটি সফলতা নয়। সৎ উদ্দেশ্যে পূরণের জন্য প্রয়োজন সৎ পরিশ্রম , সৎ চিন্তা, তবেই উদ্দেশ্যেগুলো সম্পূর্ণ সফলতা অর্জন করবে। জীবনের প্রত্যেকটি সফল উদ্দেশ্যে হলো রাস্তার মোড়ের মতো। প্রত্যেকটি রাস্তার মোড় হলো সফলতার বিন্দু। মানুষ এভাবে রাস্তার প্রত্যেকটি বিন্দু অতিবাহিত করে। কারো এই রাস্তা হয় ছোট কারো হয় বড়। কাউকে তার জীবনের উদ্দেশ্যে ও সফলতা অর্জনের জন্য প্রভু বেশি সময় দেন কাউকে কম সময় দেন। প্রত্যেকটি সফলতা অর্জনের জন্য অনেকে ব্যার্থ হয় এটিই স্বাভাবিক বাস্তবতা। কিন্তু আমাদের এই ব্যার্থতা আমাদেরকে পিছনে ফেলে দিবে না, কারণ প্রত্যেকটি ব্যার্থতা হলো এক একটি সফলতা। কোনো কাজে সম্পূর্ণ সফলতা অর্জনের জন্য প্রয়োজন নিখুতভাবে করা, কিন্তু আমরা যে বলি ব্যার্থতা সেটি আসলে ব্যার্থতা নয়। ব্যার্থতা মানে হেরে যাওয়া নয়। আসলে আমরা যখন কোনো কাজ করে থাকি তখন সেখানে কিছু অসম্পূর্ণতা থাকে এর কারনেই মূলত কাজটি সম্পূর্ণ পূরণ হয়না বা কাঙ্খিত সফলতা পাওয়া যায় না, মূলত আমরা এটিকেই ব্যার্থতা বলি। কিন্তু আমরা যদি এই ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে সেই কাজটির অসম্পূর্ণতা পুরণ করি এবং আমরা কাজটি যদি আরো ভালোভাবে ও উন্নতভাবে করি তাহলে আমরা আগে কাজটি করে যা পেতাম তার চেয়ে আরো ভালো কিছু আমরা অর্জন করতে পারবো।কিন্তু ব্যার্থ হলে হতাশ-কষ্ট পাওয়া যাবে না। মনে করতে হবে," প্রত্যেকটি ব্যার্থতা এক একটি সফলতা পরিশ্রমের মধ্যেও রয়েছে জীবনের সার্থকতা।"
মানুষ মানুষকে ঠোকাতে পারে কিন্তু সৎ পরিশ্রম-সৎ ইচ্ছা মানুষকে ঠকাতে পারে না"। আমাদের জীবনের রাস্তা ছোট কিন্তু উদ্দেশ্যে-চাহিদা অনেক, এই উদ্দেশ্যেগুলোকে সফল করার জন্য প্রয়োজন পরিশ্রম, দক্ষতা এবং হার না মানা প্রচেষ্টা যতক্ষণ না পর্যন্ত আমরা অক্সিজেনের শেষ অনুটি গ্রহণ করি।
