ঘর করলো পর
ঘর করলো পর
আমি মধ্য বিত্ব ছেলে বয়স আমার ২৫ , আমি সাধারন ছেলেদের মতন ই ছিলাম , বাবা মা বোন নিয়ে আমার ছোট্ট সংসার ছিল , বাবা আমার রাগী খুব , বোকা বুকি করত কিন্তু ভালো ও সব থেকে বেশি বাস্তো, যাই হোক এই করেই যাচ্ছিল আমাদের সংসার , মা আমার বেস্ট ফ্রেউন্ড মনে করতাম , আর বোন আমার চোখের মণি , এই করে চলছিল , লকডাউন এর জন্য হাইের সেকেন্ডারি র পর আর পড়াশুনা করেনি , ছোট্ট একটা ব্যবসা করি , সেই ব্যবসা টা আস্তে আস্তে বড় করি , সব ভালো চলছিল , বন্ধু বান্ধব প্রচুর সেই সময় , বুঝিনি হঠাৎ জীবন টা আমার ঝড়ের মতন পরিবর্তন হবে , আজও মানতে পারিনা, যে এই ২৫ বছর বয়েসে জীবন টা আমার এরকম হবে , বিয়ে করি ২০২২ এ সেপ্টেম্বর মাসে , সবাই খুব অবাক হয় বিয়ে করব শুনে , মা বাবা রাজি হয় বিয়ে দেবে , সবার সন্মুতিতে বিয়ে টা হয় আমার, তারপর শুরু হলো জীবন এ আমার অশান্তি, বউ আমার খুব ভালো , হয়ত একটু রাগী কিন্তু আমার মা বাবা পড়ল করলো আমায় বাভি আমি সেটাই,
যাদের নিয়ে একসাথে থাকবো আমি স্বপ্ন ছিল এটাই হঠাৎ করে বিয়ের পর তেগ করলো আমায় এটা ভাবতেই পারিনি আমি কোনসময়, মা আমার সাথে শুরু করলো অশান্তি , হয়ত বিয়ের পর আমি অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হয়জাই, ব্যাস শুরু হলো এখান থেকে গল্পঃ , প্রত্যেকদিন অশান্তি চরম পর্যায় যাই, আমাকে আমার বউ কে বাড়ির দিয়ে বের করে দেই , আমি কি করব উঠি গিয়ে ভাড়া বাড়ি আমার সাজানো ঘর ধকল করলো আমার বোন আজ ১ বছর নিজের ঘরে এক রাত ও কাটাই না , অনেক সংগ্রাম চলছে। এই ২৫ বছর বয়েসে, বউ আমার সত্যি ভালো হাত ছাড়িনি আমার এই সময়ে, কিন্তু একটু রাগ দেখায় কিন্তু ভালো বাসে আমায়, দিনের শেষে চোখে জল আসে আর বাঁচবনা মনে হয় , কিন্তু হেরে যাবো , আমাদের ঘরে আলো করে আমাদের ৪ পায়ের ২ টা বাচ্চা আমি নিয়ে আসি , রাম্বো,বোজো।এই বয়স এ ভাড়া বাড়ি তে থাকি বউ কে নিয়ে একা বউ র মা বাবা বলল আমাদের বাড়িতে অশো, এসে থাকো, থাকা শুরু করি , প্রথম কদিন খুব ভালো ব্যবহার পাই , তার পর তারাও খারাপ ব্যবহার করা শুরু করে দেই,। আমরা ২ জন সবার কাছে ভোজা , ইচ্ছা হয় সব ছেড়ে চলে যাই , কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার বউ সেত আমার দিকে তাকাই বসে আছে , আমায় ছাড়া ও থাকতে পারবেনা জানি আমি তাই পরলোক গমন ও করতে পারছিনা , ব্যবসা করি ছোট দোকান ওই দোকান থেকে টাকা জমিয়ে সব করি , আজকে আমি একা খুব একা এই ২৫ বছর বয়েসে , আমাদের বাড়িতে আমাদের সবাই জমিদার বলে চেনে , কিন্তু আমার তো কোনো পরিচয় নেই , আমি তো ওনাত হয়গেলাম,। দিনের শেষে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় , নিজের একটা সংসার গুছানো ছিল আমাকে এই ভাবে পর করে দেবে আমি কোনো দিনও ভাবতে পারিনি , ভগবান নিষ্ঠুর খুব, আজও আমি ভাবই আমি সব তেগ করেছি বাড়ির বড় ছেলে বলে আজকে আমাকেই সবাই তেগ করে দিলো। হয়ত দিন আমার আসবে সেই সময় হাসবো , কিন্তু এই খারাপ সময় মানুষ গুলো ঠিক চিনতে কি পারব , অহংকার আনবোনা কোনোদিনও এরা যেটা করেছে ভগবান দেবে শাস্তি, আমি দেখব এদের সারাজীবন, কিন্তু আমি জিতবই এই লড়াই , প্রাণ থাকা অব্দি চেষ্টা করে এই লড়াই জিতবই, আমি থেমে থাকবো না নিঃশ্বাস শেষ অব্দি থাকা প্রযন্ত,।জীবন আমার মৃত্যু মুখে ঠেলে দিলো যারা, দিনের শেষে তারাই ভালো , খারাপ হলো আমরা , মৃত্যু র থেকে বেরিয়ে এসে জিতবই একদিন শেষ হাসি টা আমি হাসবো বাবা মা দেখ সেই দিন।।
