বই শেষ করার প্রতিযোগিতা
বই শেষ করার প্রতিযোগিতা


Dear Diary ( প্রিয় ডায়েরি )
আজকেও গতকালের মতো সকাল থেকেই বই পড়া শুরু করলাম | গতকালের লিডারশিপ বইটি দিয়েই পড়া শুরু করলাম | আমার তৈরি করা বেস্টসেলিং দুইশত বই এর লিস্ট থেকে বই পড়া শেষ করার জন্য নিজের সাথে নিজের প্রতিযোগিতা শুরু করলাম | আজকে আমার লিস্টের প্রথম বইটি পড়ে শেষ করলাম | আমার লিস্টের প্রথম বইটিতে একটা চেক মার্ক দিলাম |