অন্ধ
অন্ধ
চামেলি একটা অফিসে ইন্টারভিউ দিতে এসেছে । আরেকজনের পরেই ওর ডাক পড়বে । বেশ উদ্বিগ্ন হয়ে বসে আছে ও । কি হবে এটা ভেবেই বেশ চিন্তা করছে ।-" নেক্সট! মিস্ চামেলি ঘোষ! "
চামেলির মনে এবার হাতুড়ি পিটছে কেউ । আর ওর আগের জন কি তাহলে আসে নি ! যাকগে এসব আর না ভেবে ও কেবিনে ঢুকলো ।
ঢুকে দেখে একজন মহিলা চেয়ারে বসে আছেন, বয়স চল্লিশোর্ধ বলেই মনে হচ্ছে । গায়ের রঙ টুকটুকে ফর্সা, মাথায় বয়েজ কাট চুল । চামেলি ঢুকতেই ওর দিকে আপাদমস্তক ভালো করে দেখে একটা অবজ্ঞা ভরা হাসি দিয়ে বললেন,
" সিট্ ডাউন! "
চামেলি একটু অস্বস্তি সহকারে বসলো টেবিলের উল্টো দিকে রাখা চেয়ারে । তারপর একে একে ওর কোয়ালিফিকেশন গুলো দেখানোর জন্য ফাইল বের করতে থাকে । সঙ্গে সঙ্গে সেই মহিলা বলে ওঠেন,
" ওয়েট! ওয়েট! অত কিছু বের করতে হবে না! আমি কিছু প্রশ্ন করবো সেগুলোর উত্তর দাও! "
-" আচ্ছা করুন! "
..." মানুষ কালো কেন হয় বলো তো! "
-" এটা কি চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন? "
...." আহ্! আমার মুখে মুখে কথা বলার সাহস কে দিলো তোমাকে? "
-" মুখে মুখে তো কথা বলিনি! আচ্ছা আপনার হয়তো জানা নেই মানুষ কালো কেন হয়! আমি বলছি! মেলানিন রঞ্জকের অধিক উপস্থিতির জন্য! "
..." তা তোমার গায়ে কি সেটা অত্যধিক পরিমাণে আছে? হা হা হা! "
অপমানে, লজ্জায় চামেলির চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে । কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলে,
" হম! তা বেশি আছে । "
-" আচ্ছা তোমার কি মনে হয়? এইরকম রং নিয়ে তুমি এই অফিসে চাকরি করবে? "
...." কেন? না করার কি আছে! "
-" হু! যত্তসব! এইসব মিডিলক্লাস গুলোকে ঢুকতে কে দেয়? "
..." অন্ধ! ম্যাডাম! আপনি না পুরোপুরি অন্ধ! "
-" জাস্ট শাট আপ! " চিৎকার করে ওঠেন ।
...." আপনার চোখটা বর্ণান্ধতায় ভুগছে! দেখুন চোখের উপর একটা কালো পর্দা! আর মনের উপরেও! তাইতো আপনি আমার গায়ের রঙটাই শুধু দেখলেন! আমার কোয়ালিফিকেশন, আমার মন !আমার যোগ্যতা এসব তুচ্ছ আপনার কাছে! আপনার গায়ের রঙ সাদা হতে পারে! কিন্তু আপনি মানুষটা ভিতর থেকে প্রচন্ড কালো! "
-" গেট আউট! আই সে গেট আউট! ডু ফার্স্ট !"
এমন সময়ে চামেলির একটা ফোন আসে । ফোনটা ধরে বাইরে থেকে কথা বলে এসে চামেলি বলে,
" এক্সকিউজ মি! আমি এমনিতেও এখানে আর আসবও না ! সামান্য একটা প্রাইভেট ফার্মে চাকরির ইন্টারভিউ দিতে এসে অপমানিত হয়ে সময়টা বেকার নষ্ট হলো! সরকারি একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম ।সেখানে কোয়ালিফাই করে গেছি।ফোনটা সেখান থেকেই এসেছিল। আপনাদের থেকে অনেক বেশিই মাইনে দেবে সেখানে । সেখানে না যোগ্যতা দেখা হয়! গায়ের রং না! চলি ম্যাডাম! "
চল্লিশোর্ধ সেই মহিলা অবাক হয়ে তাকিয়ে রইলো চামেলির চলে যাওয়ার পথের দিকে ।
