Sreyan Sarkar

Inspirational

5.0  

Sreyan Sarkar

Inspirational

আশার আলো

আশার আলো

1 min
1.7K


প্রত্যেকটা জ্বলন্ত প্রদীপের নীচে যেমন থাকে অন্ধকার , তেমনি প্রত্যেকটা জয়ের পিছনে থাকে ক্ষত-বিক্ষত অতীত । সেই অতীতের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মূহর্ত , প্রত্যেকটা নিশ্বাস প্রতিনিয়ত মুখোমুখি দাঁড় করায় বাস্তবে । প্রতিশোধস্পৃহায় প্রত্যেকটা মানুষ জান্তব নৃত্যে উচ্ছ্বসিত হত , আমি আরও শান্ত হতাম । আরও শান্ত, ধীর-স্থির, অচঞ্চল গভীর সমুদ্রের মতো নিস্তরঙ্গ , এক অদ্ভুত অনুভুতি শিহরন জাগাত প্রত্যেকটা রোম্কূপে । মনে মনে প্রতিজ্ঞা করেছি, এই প্রতিবন্ধকতা পার করে নতুন প্রত্যুষে পৌঁছাবোই , প্রাণ দিয়ে আঁকড়ে ধরে ছিলাম আমার স্বপ্ন , আজ আমি পেরেছি। নতুন প্রভাতের সূর্য আমাকে রাঙিয়ে দিয়েছে ॥


Rate this content
Log in

More bengali story from Sreyan Sarkar

Similar bengali story from Inspirational